বকশীগঞ্জে করোনা প্রতিরোধে প্রশাসনের তৎপরতা জোরদার

S M Ashraful Azom
 বকশীগঞ্জে করোনা প্রতিরোধে প্রশাসনের তৎপরতা জোরদার

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের সতর্কবস্থা আরো বেড়ে গেছে। জোরদার করা হয়েছে পুলিশের টহল।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে করোনা ভাইরাসের বিষয়টি সাবক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

প্রতিদিনই প্রশাসন থেকে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বুধবার সকাল থেকে বকশীগঞ্জ পৌর শহর সহ কয়েকটি হাট-বাজারে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। শহরে জনসমাগম আগের তুলনায় ৮০ ভাগ কমে গেছে।তবে ব্যাংক গুলোতে গ্রাহকদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

বকশীগঞ্জ থানা পুলিশ শহরে নিয়মিত টহল বৃদ্ধি করেছে। কিছু প্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরণের বেচাকেনা বন্ধ রয়েছে। দূরপাল্লার সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে মানুষকে নিজ নিজ ঘরে থাকতে বলা হয়েছে। বিদেশ ফেরতদের নজরদারিতে রাখা হয়েছে। এখন পর্যন্ত ১৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

অপরদিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার  বকশীগঞ্জবাসীকে সামাজিক দূরত্বে থাকার অনুরোধ করেছেন। তিনি করোনা ভাইরাস নিয়ে সচেতন থাকার জন্য মানুষকে পরামর্শ দিয়েছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top