
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে পাওনা টাকা চাওয়ায় বসতঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।
উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে গত শুক্রবার বিকেলে সংঘটিত এ ঘটনায় শনিবার বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের মোহরম বিবির পুত্র মো. এনামকে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয় পার্শ্ববর্তী বাসিন্দা নির্মাণ শ্রমিক মো. মিজানুর রহমান।
চুক্তি অনুযায়ী পাকা ঘর নির্মাণ বাবদ ৪ লক্ষ ৮০ হাজার ৯শ ৮৪ টাকা কাজের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। তৎপ্রেক্ষিতে নির্মাণ শ্রমিক মো. মিজানুর রহমানকে কয়েক দফে ২ লক্ষ ৮৮ হাজার টাকা প্রদান করেন মো. এনাম। কিন্তু অভিযোগ উঠেছে ঘর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার দীর্ঘদিন পরও নির্মাণ শ্রমিকের বাদ বাকী টাকা পরিশোধ না করেই বিদেশে চলে যায় মো. এনাম। এদিকে দীর্ঘদিন ধরে উক্ত ঘর নির্মাণ কাজের পারিশ্রমিক বাবদ বাদ বাকী টাকা পরিশোধ না করায় উক্ত টাকা দাবি করলে গত শুক্রবার বিকেলে নির্মাণ শ্রমিক মিজানুর রহমানের বসতঘরে হামলা ও ভাংচুর চালানো হয়।
এই নিয়ে ৪ জনকে অভিযুক্ত করে বাঁশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্মাণ শ্রমিক মিজানুর রহমান। ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘আমার বাড়ীর পার্শ্ববর্তী মো. এনামের পাকা ঘর নির্মাণ কাজের জন্য আমাকে নির্মাণ শ্রমিক নিযুক্ত করে সে।
চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করার পর পারিশ্রমিকের বকেয়া টাকা চাওয়ায় আমার বসতঘরে হামলা ও ভাংচুর চালায় তার পরিবারের লোকজন। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে তারা।
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’ বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, ‘অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।