
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্ত সহ স্থল বন্দরে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। এই এলাকায় নভেল করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই।
এখন পর্যন্ত উপজেলার কোথাও এই ভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায় নি। করোনা ভাইরাস রোধে সীমান্তে বসানো হয়েছে মেডিকেল টিম।
১ মার্চ রোববার সীমান্ত পরিদর্শন শেষে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের নেতৃত্বে ধানুয়া কামালপুর স্থল বন্দরে ভারত থেকে শ্রমিক , ট্রাক চালক ও আমদানি-রপ্তানিকারকদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানিয়েছেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কোন কিছু নেই। আমাদের একটি মেডিকেল টিম প্রতিনিয়ত সীমান্তে এই ভাইরাস পরীক্ষায় কাজ করছেন। প্রতিদিন ভারত থেকে আসা ব্যবসায়ী ও ট্রাক চালক ও বন্দরে কাজ করা বাংলাদেশি শ্রমিকদের পরীক্ষা করা হচ্ছে।
পাশাপাশি করোনা ভাইরাস থেকে সুরক্ষা ও করণীয় নিয়ে তাদেরকে সচেতন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
ডা. প্রতাপ নন্দী জানান, এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায় নি। তবে তিনি সবাইকে সতক থাকার পরামর্শ দিয়েছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।