প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ ১৭ টাকা: বাণিজ্যমন্ত্রী

S M Ashraful Azom
প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ ১৭ টাকা বাণিজ্যমন্ত্রী
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা পুরোপুরিভাবে সারাদেশের মাঠ সার্ভে করেছি। বাংলাদেশে পেঁয়াজ উৎপাদনে কেজিপ্রতি খরচ হয় প্রায় ১৬ থেকে ১৭ টাকা।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২০ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, পেঁয়াজ উৎপাদনে কেউ বলছে ১২ টাকা খরচ আবার কেউ বলছে ১৯ টাকা। গড় ধরলে হয় ১৬ থেকে ১৭ টাকা। তাই আমরা লক্ষ্য রাখব, কৃষকরা যেন ২০ থেকে ২৫ টাকা পেঁয়াজ বিক্রি করতে পারে।

তিনি বলেন, যখনই দেখব এ দামটা তারা পাচ্ছেন না, তখনই যে কোনোভাবে সেটাকে রক্ষা করার জন্য যা যা করার দরকার তা করব। আমরা আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ রফতানি করতে চাই। আমরা সে লক্ষ্যে আমাদের কৃষকদের সন্তুষ্ট রাখব।

তিনি আরো বলেন, কৃষকদেরকে সন্তুষ্ট করতে না পারলে আমরা কোনোদিন পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হব না। তাই প্রতিদিন শুধু আমাদের মার্কেটই নয়, ভারতের মার্কেটের দিকেও নজর রাখছি। এই মুহূর্তে ভারতের নাসিকের বাজারেও খুচরা পেঁয়াজের দাম প্রতি কেজি ৩২ থেকে ৩৩ রুপি। আমাদের দেশেও কিন্তু ৪০ থেকে ৪৫ টাকায় চলে এসেছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top