দেওয়ানগঞ্জে ৬শত পরিবার এলো বিদ্যুতের আওতায়

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জে ৬শত পরিবার এলো বিদ্যুতের আওতায়
সেবা ডেস্ক: জামালপুর জেলার দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের চারটি গ্রামে পল্লীবিদ্যুতের শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করায় আরও ৬শত পরিবার এলো বিদ্যুতের আওতায়। ১২ মার্চ দুপুরে ইউনিয়নের সানন্দবাড়ী দক্ষিণ লম্বাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। দেওয়ানগঞ্জ ও বকসীগঞ্জ উপজেলায় শতকরা ৯৮ ভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে। বাকি শতকরা ২ ভাগ বিদ্যুৎ সরবরাহ অল্প কিছু দিনের মধ্যে দেওয়া হবে। আজকে উত্তর মকিরচর, দক্ষিণ মকিরচর, সানন্দবাড়ী দক্ষিণ লম্বাপাড়া ও কামারেরচর এ চারটি গ্রামে ১৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা। এতে ৬০০ পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় এলো। তিনি বিদ্যুৎ সাশ্রয় করার জন্য সবার প্রতি আহবান জানান এবং সরকারের উন্নয়নমূলক কর্মকা- জনগণের মাঝে তুলে ধরেন।

সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই, জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান, সাবেক পৌর মেয়র নুরন্নুবী অপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী মোল্লা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top