
সেবা ডেস্ক: নৌ-পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ আর নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখে পালাল জেলেরা। তবে জেলেরা পালালেও তাদের রেখে যাওয়া বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, জাটকা এবং মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরে মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকায় জেলা জাটকা সংরক্ষণ টাস্কফোর্সের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম জানান, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে টহল দিচ্ছিলেন নদীতে। এ সময় একদল জেলে জাল নৌকা নিয়ে জাটকা নিধন করছে। এমন দৃশ্য দূর থেকে দেখেন তিনি। কিন্তু চতুর জেলেরা অভিযানকারীদের দেখেই জাল ও নৌকা রেখে দ্রুত গা ঢাকা দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, একটি মাছ ধরার নৌকা এবং ২০ কেজি জাটকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, জাল ওঠায় নৌকা ধ্বংস করা হলেও জাটকাগুলো নদী তীরের দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই দুই মাস জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় এসব এলাকায় জাটকা ও ইলিশ বিক্রয়, মজুত এবং পরিবহন করাও নিষিদ্ধ থাকবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।