টঙ্গির ইজতেমা ময়দান কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হচ্ছে

S M Ashraful Azom
টঙ্গির ইজতেমা ময়দান কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হচ্ছে
সেবা ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য টঙ্গির বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত করা হচ্ছে। দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বাংলাদেশে ৫ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, ঢাকা শহরের আরো কয়েকটি হাসপাতাল করোনার জন্য প্রস্তুত করা হচ্ছে। যেখানে ২০০০ বেড হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, দুই-একটি এলাকার কথা আমাদের খবরে আছে। মাদারীপুর এবং ফরিদপুর এলাকা। এ সব এলাকায় বেশি করে লক্ষণ দেখা দিচ্ছে। অবস্থার অবনতি ঘটলে আমরা লকডাউনের দিকে যাবো।

ওইসব এলাকায় কী দেখা যাচ্ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব তিনি বলেন, অন্যান্য জেলার তুলনায় সেখানে বেশি লক্ষণ দেখা যাচ্ছে। আক্রান্ত হওয়া ১৭ জনের মধ্যে বেশি অংশই সেখানকার।

মন্ত্রী বলেন, এসব এলাকার লোক বিদেশে থাকেও বেশি। সে কারণেই আমরা ওই জায়গাগুলোকে ক্রিটিক্যাল মনে করছি। আগামীতে যদি ওইসব এলাকায় সত্যিই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায় তাহলে লকডাউন করা হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top