বাংলাদেশে কোয়ারেন্টাইনে রয়েছে ৫ হাজার মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
বাংলাদেশে কোয়ারেন্টাইনে রয়েছে ৫ হাজার মানুষ স্বাস্থ্যমন্ত্রী

সেবা ডেস্ক: বাংলাদেশে ৫ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরকে করোনা সন্দেহে পরীক্ষা করা হয়েছে। দুই-একদিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
বাংলাদেশ বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের দিক দিয়ে তুলনামূলক ভালো অবস্থায় আছে দাবি করে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমাদের আক্রান্তের সংখ্যা কম, মৃত্যুও হয়েছে একজনের। যে ব্যক্তি মারা গেছেন তিনি কিন্তু অনেক বয়স্ক ছিলেন। তারপরও আবার অনেক ধরনের রোগে ভুগছিলেন।

করোনা আক্রান্তদের জন্য টঙ্গির ইজতেমা মাঠ প্রস্তুত করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে দেশে করোনা ভাইরাসে নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। দুপুরে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭-তে দাঁড়াল।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top