
সেবা ডেস্ক: কানাডায় প্রতিষ্ঠিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নানা কর্মসূচির মধ্য দিয়ে কানাডায় যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপন করার কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ঘোষিত মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ সন্ধ্যায় এডমন্টন পাবলিক লাইব্রেরিতে (ক্লেয়ারভিউ) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবক-যুবা ও শিশু কিশোরদের জন্য উৎসর্গকৃত এ অনুষ্ঠানে এমপিসহ আলবার্টা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ সংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদ বাংলাদেশ কমিউনিটির সবাইকে এ অনুষ্ঠানে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।