.
আজমিরীগঞ্জ প্রতিনিধি: আজমিরীগঞ্জ উপজেলার জলসুখায় সমিতির টাকা নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, সম্প্রতি উপজেলার জলসুখার মধ্যপাড়ার বাসিন্দা ও জলসুখা সমিতির সভাপতি মোঃ দিলু মিয়া একই গ্রামের বাসিন্দা সমিতির বর্তমান সভাপতি মোঃ মোহিত মিয়াকে সমিতির হিসাব-নিকাশ বুঝিয়ে দেন। তবে সমিতির ফান্ডের ৫০ হাজার টাকা দিলু মিয়ার কাছে রয়ে যায়। বিষয়টি নিয়ে কিছুদিন পূর্বে আজমিরীগঞ্জ থানায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে সমিতিকে উল্লেখিত টাকা বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জলসুখা মধ্যবাজারে ওই টাকা নিয়ে দু’জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের নাইরো মিয়া (৪০), মোমিন মিয়া (৫০), মশিবুর মিয়া (৩৮), শফিকুল মিয়া (১৮), আতিকুল মিয়া (২৫), কামাল মিয়া (৩৪)কে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

আজমিরীগঞ্জ প্রতিনিধি: আজমিরীগঞ্জ উপজেলার জলসুখায় সমিতির টাকা নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, সম্প্রতি উপজেলার জলসুখার মধ্যপাড়ার বাসিন্দা ও জলসুখা সমিতির সভাপতি মোঃ দিলু মিয়া একই গ্রামের বাসিন্দা সমিতির বর্তমান সভাপতি মোঃ মোহিত মিয়াকে সমিতির হিসাব-নিকাশ বুঝিয়ে দেন। তবে সমিতির ফান্ডের ৫০ হাজার টাকা দিলু মিয়ার কাছে রয়ে যায়। বিষয়টি নিয়ে কিছুদিন পূর্বে আজমিরীগঞ্জ থানায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে সমিতিকে উল্লেখিত টাকা বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জলসুখা মধ্যবাজারে ওই টাকা নিয়ে দু’জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের নাইরো মিয়া (৪০), মোমিন মিয়া (৫০), মশিবুর মিয়া (৩৮), শফিকুল মিয়া (১৮), আতিকুল মিয়া (২৫), কামাল মিয়া (৩৪)কে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।