
সেবা ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবা অভিনেতা সন্তু মুখোপাধ্যায় মারা গেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে সন্তু মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৬৯ বছর। পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ক্যান্সার ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে ক্যাওড়াতলা শ্মশানে সন্তু মুখোপাধ্যায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
সন্তু মুখোপাধ্যায় ১৯৭৫ সালে ‘রাজা’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর তাকে দেখা গেছে প্রায় শতাধিক সিনেমায়। এছাড়া একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।