শেরপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন করলেন হুইপ আতিক

S M Ashraful Azom
শেরপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন করলেন হুইপ আতিক

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের প্রত্যন্ত পল্লীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ১৩ মার্চ শুক্রবার বিকেলে সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

এ উপলক্ষে বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদ চত্ত¡রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক। ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত পল্লীতেও স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এর ফলে ইউনিয়নবাসী তাদের দোরগোড়ায় মুহূর্তেই উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিববর্ষে কেউই গৃহহীন থাকবে না। সেইসাথে করোনাভাইরাস প্রসঙ্গে তিনি কোনো প্রকার গুজবে কান না দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরিস্কার-পরিচ্ছন্ন থাকার আহবান জানান।

জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলী হোসেন, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমত পাশা, নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব ইমান আলী ও হুইপকন্যা সাদিয়া রহমান অপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মজু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্স প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ওই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top