
সেবা ডেস্ক: পর্নো’গ্রাফি দেখতে দেখ’তে প্রায় হার্ট অ্যাটা’ক হওয়ার উপক্রম হয়ে’ছিল বে’চারা স্বামীর! পর্নো’গ্রাফি দেখা উঠল শি’কেয়, বসে পড়’লেন মাথায় হাত দিয়ে! কিন্তু কেন ? কি এমন ঘটল? তবে গোড়া থেকেই বলা যাক!
২০১৮ সালে বিয়ে হয় কল’কাতার বাসিন্দা এক মহিলা ও উত্তর’প্রদেশের এক যুব’কের! বিয়ের পর তাঁরা থিতু হন বেঙ্গা’লুরুতে! বিয়ের কিছুদিন পর স্ত্রী স্বামী’কে জানি’য়েছিলেন তাঁর প্রাক্ত’ন প্রেমিকের বিষয়ে। এও বলে’ছিলেন, সেই ব্যাক্তির সঙ্গে বর্ত’মানে তাঁর আর কোনও যোগা’যোগ নেই। স্ত্রীয়ের 'সততা'য় বেশ খুশিই হয়ে’ছিলেন স্বামী। এরপরই হল ছন্দ’পতন! স্বামী বেশ নাজে’হাল হয়ে পড়’লেন পর্নোগ্রাফির প্রতি স্ত্রীয়ের চূড়ান্ত আস’ক্তিতে। একদিন স্ত্রী স্বামী’কে একটি পর্নো’গ্রাফির ভিডিও দেখতে বল’লেন, সঙ্গেও এও দাবি রাখলেন, ছবির মতো করেই তাঁকে 'আদর' করতে হবে! স্ত্রীয়ের আবদার মানতে পর্নোগ্রাফি দেখা শুরু করলেন স্বামী, এরপরই ঘটল বিপত্তি! স্ত্রীর মোবাইলে পর্ন দেখতে গিয়েই প্রায় হার্ট অ্যা’টাক হওয়ার যোগাড়! নীল’ছবির নায়িকা খোদ তাঁর স্ত্রী!
ধরা পড়ে গিয়ে মহিলা বলেন, ছবিতে তাঁর বিপ’রীত থাকা পুরুষটিই তাঁর প্রাক্তন প্রেমিক। বাধ্য হয়েই ভিডিওটি স্যুট করে’ছিলেন। এই ভিডিওটি দেখিয়ে রীতিমত তাঁকে ব্ল্যাক’মেলও করত প্রাক্তন প্রেমিক।
স্ত্রীয়ের কথা বিশ্বা’স করে নেন স্বামীল কিন্তু দিন’কয়েক বাদে ফের পর্ন সাই’টে স্ত্রীর আরেক’টি ভিডিও দেখতে পান ব্যাক্তি। সে’খানে সঙ্গী অন্য! অব’শেষে হাতে’নাতে ধরা পরতেই স’ত্যিটা স্বীকার করেন মহিলা। জানান, এক নয়, একা’ধিক পুরুষের সঙ্গে তিনি যৌন’মিলন করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।