
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহ নিরোধ কমিটির দায়িত্ব , কর্তব্য ও কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদের, আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউএনও মোঃ আব্দুল কাদের।
প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।