সেবা ডেস্ক: জামালপুর সরিষাবাড়ীতে করোনা ভাইরাসে বিপর্যস্ত অসহায় নিম্ন আয়ের প্রায় ১০০ নির্মাণ শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
প্রায় ১৫০০ (এক হাজার পাঁচশত) দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ কার্যক্রমের অংশবিশেষ হিসেবে আজ বিকালে গণময়দান মাঠ প্রাঙ্গণে সাবেক কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ আওয়ামীলীগের সরিষাবাড়ী উপজেলা শাখার বর্তমান সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলালের ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।
এই সময় সরিষাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ এবং দপ্তর সম্পাদক মোঃ আজহার আলী সহ আরও অনেকে