বাংলাদেশে আগামী ৩০ দিন আরো ঝুঁকিপূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
বাংলাদেশে আগামী ৩০ দিন আরো ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যমন্ত্রী

সেবা ডেস্ক: আগামী ৩০ দিন দেশে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস সংক্রমণের জন্য আরো ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সচেতন ও সাবধানে থাকলে জাতি রক্ষা পাবে।

সোমবার দুপুরে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস-বিসিপিএস ভবনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আর বসে থাকার সময় নেই। একসঙ্গে সবাই কাজ করলে সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। ডাক্তারদের প্রণোদনা দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন। চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস না করলে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৩৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জনে দাঁড়িয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top