সেবা ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর'র নির্দেশনায় সাড়ে তিন হাজার কর্মহীন শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
আজ রবিবার দুপুর তিনটায় বসুন্ধরা এলপি গ্যাস ফ্যাক্টরির সামনে ফেরিঘাট মোড় ও পৌরসভা ভবনে এ সহায়তা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মানুষের মাঝে সহায়তা সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মংলা পৌর চেয়ারম্যান মো. জুলফিকার আলী, বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের সিএমও খন্দকার কিংশুক রহমান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এর একান্ত সচিব মাসুদুর রহমান, সিমেন্ট ফ্যাক্টরি হেড প্রকৌশলী নবারুণ কুমার সাহা, কিং ব্র্যান্ড সিমেন্ট ডিজিএম আব্দুল লতিফ, বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি হিসাব বিভাগের হেড অফ ডিভিশন মো. রবিউল ইসলাম প্রমুখ।