আসছে ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আহ্বান

S M Ashraful Azom
আসছে ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আহ্বান

সেবা ডেস্ক: মহামারির আকার নেওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ থাকা পোশাক কারখানাগুলোর শ্রমিকদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে আহ্বান জানিয়েছে বিজিএমইএ এবং বিকেএমইএ।
সোমবার পোশাক খাতের শীর্ষ দুই সংগঠনের সভাপতি ড. রুবানা হক ও সেলিম ওসমান স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, মহামারি করোনার কারণে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে পোশাক খাতের প্রতিষ্ঠান ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে সব কারখানার শ্রমিক ও কর্মচারীদের বেতন পরিশোধের জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে, মার্চ মাসের বেতন পরিশোধের জন্য রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের আগামী ১৪ দিনের মধ্যে মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়, চলতি মাসের ২০ তারিখের মধ্যে সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের মোবাইল অ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে। যাতে করে এই অ্যাকাউন্টের মাধ্যমে বেতন ভাতা এবং সরকারি প্রণোদনা পরিশোধ করা যায়। এ জন্য শ্রমিক অথবা কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হবে। তবে এই হিসাব খোলার জন্য কোনো ধরনের চার্জ বা ফি কাটা হবে না।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top