করোনা ভাইরাস প্রতিরোধে নিরব ভূমিকায় বকশীগঞ্জ বিএনপি

S M Ashraful Azom
করোনা ভাইরাস প্রতিরোধে নিরব ভূমিকায় বকশীগঞ্জ বিএনপি

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মহামারি করোনা ভাইরাসের এই দূযোর্গময় সময়ে মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা। এনিয়ে বকশীগঞ্জ বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি। তবে দরিদ্র মানুষের মাঝে মাস্ক, সাবান লিফলেট বিতরণ করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের।

এদিকে, মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে বকশীগঞ্জ উপজেলায় হাজার হাজার দরিদ্র মানুষ বেকার হয়ে পড়েছে। এসব মানুষ দিন আনে দিন খায়। করোনা ভাইরাসের কারনে মানুষ ঘরবন্দি হওয়ায় এসব মানুষের কোনো কাজ নেই। তাদের সংসারে এখন অনটন প্রকট হয়ে উঠেছে।

যদিও এই মানুষগুলোকে কিছু সামাজিক ও ব্যক্তি উদ্যোগে সাহায্য করা হয়েছে। আবার অনেকেই নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা রেখেছেন। তবে বকশীগঞ্জে বিএনপির মতো দলের পক্ষ থেকে করোনা ভাইরাস নিয়ে তেমন কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। এই দুর্যোগময় সময়ে দলটি নিরব ভূমিকায়।

এদিকে, করোনা ভাইরাস নিয়ে সবধরনের সতর্কতামূলক প্রচারণ চালিয়েছে বকশীগঞ্জ আওয়ামীলীগ। বকশীগঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট, মাস্ক বিতরণ করা হয়। এছাড়া মাইকিং করা হয়েছে।

বকশীগঞ্জ ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুমান তালুকদার বলেন, সচেতনামূলক প্রচারণায় ছাত্রলীগসহ বকশীগঞ্জ আওয়ামী লীগ পিছিয়ে নেই। করোনা ভাইরাসকে কেন্দ্র করে লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া নেতাকর্মীদের বলা হয়েছে- ওয়ার্ড পর্যায়ে সাধারণ মানুষদের সচেতন করতে। কেউ যেনো আতঙ্কিত না হয়।

তিনি আরো বলেন, দেশের মানুষ যতবার দূর্যোগময় অবস্থায় পড়েছে, ততবার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আওয়ামীলীগ। এবারও তার ব্যতিক্রম হয়নি। আগামিতেও হবে না।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top