ডুমুরিয়ায় নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

S M Ashraful Azom
ডুমুরিয়ায় নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সেবা ডেস্ক: খুলনায় করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা নিম্ন  আয়ের মানুষদের মাঝে খুলনা জেলা প্রশাসন খাদ্যসামগ্রী বিতরণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন (সোমবার) রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার হতদরিদ্র, অসহায়, শ্রমিক, দিনমজুর, ভ্যান চালক ও কর্মসংকটে থাকা পরিবারগুলোতে ঘরে ঘরে যেয়ে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। করোনাভাইরাস সংক্রমণরোধে জনসমাগম এড়াতে খুলনা জেলা প্রশাসন এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে।
 
 ডুমুরিয়া উপজেলায় তিন হাজার দরিদ্র মানুষের মাঝে  নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

 খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ এবং উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম উপস্থিত ছিলেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top