
সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পেীর শহরে ৩০০টি সওদাগর পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) মিমা (MIMA) অফিস প্রাঙ্গণে থেকে সওদাগর সম্প্রদায়ের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অসহায় কর্মহীন লোকদের মাঝে নিযমিত ত্রাণ বিতরণ করে আসছে মিা। এরই অংশ হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয বলে জানা যায়।
সময় উপস্থিত ছিলেন, “মিমা’ র উপদেষ্টা জনাব আব্দুল হাই, বিশিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও “মিমা”র সদস্যগণ।
মিমা (MIMA) পরিচালক নাসরিন সুলতানা বলেন, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষরা এগিয়ে আসুন, যেন অসহায় এই মানুষগুলো দুবেলা-দুমুঠো খেতে পারে।মানবতার দৃষ্টান্ত হয়ে এদের পাশে দাঁড়ান। আমরা ইতিমধ্যে মধুপুর, গোপালপুর এবং ধনবাড়ী বিভিন্ন জায়গায় সাধ্যমত খাদ্য সামগ্রী অসহায় পরিবারগুলোর মধ্যে পৌঁছে দেয়ার চেষ্টা করেছি।
তাছাড়া মিমা সংগঠনটি ইতিমধ্যে বিনামূল্যে মাক্স, লিফলেট, সাবান, ও ঔষধ বিতরণ করেছেন এবং প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা বৃদ্ধি করেছেন।মিমা একটি সেবামূলক সংগঠন। সব সময় সকল দুর্যোগ মোকাবেলায় সংগঠনটি প্রস্তুত।সকলের সহযোগীতা কামনা করছি।