মাহবুবুর রহমান জিলানী, বিশেষ প্রতিনিধি: গাজীপুর মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা ও যুব সমাজের অহংকার বিল্লাল হোসেন মোল্লা নিদের্শনায়, টঙ্গী পশ্চিম থানা, ৫৪ নং ওয়ার্ড যুবলীগ এর উদ্যোগে দুস্থ, অসহায়, রিকসাওয়ালা, দিনমজুরদের মধ্যে প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করার সময় তিনি বলেন গাজীপুর টঙ্গীতে এর আগে বাসায় গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করছি। তারই ধারাবাহিকতায় আজ লেসন আইডিয়া স্কুলে খাদ্য সামগ্রী বিতরণ করছি।
তিনি বলেন বৃত্ত শালি যারা আছেন তারা এ সময়ে অসহায় মানুষের পাশ্বে দাড়ান। দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করছি ও সবাই কে কষ্ট করে হলেও ঘরে থাকার আহ্বান করছি। নিজে সুস্থ থাকুন ও আপনার পরিবার পরিজনদের সুস্থ রাখুক।
খাদ্য সামগ্রী বিতরণের সময় অবস্হিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান,লেসন আইডিয়া স্কুলে প্রতিষ্ঠিতা মো জসিম মাস্টার, যুবলীগের নেতাকর্মী প্রমুখ।