রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকা শেরপুরের শ্রীবরদী পৌরশহরের কয়েকটি এলাকার কর্মহীন অসহায় লোকদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সামাজিক সংগঠন জনকল্যাণ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার রাতে পৌর শহরের তাতিহাটি, নয়াপাড়া ও আটাকান্দা এলাকায় শতাধিক লোকের ঘরে ঘরে গিয়ে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আবু সাইদ, কাউন্সিলর ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনিসুজ্জামান খোকনসহ ওই সংগঠনের সদস্যবৃন্দ¦।
এ সময় জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কাউন্সিলর আনিসুজ্জামান খোকন বলেন, করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে অনেক লোক ঘরে বসে মানবেতর জীবন যাপন করছে। এ জন্য সংগঠনের পক্ষ থেকে তাদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। যাতে কিছুটা হলেও তাদের খাদ্যের চাহিদা মেটায়।