
স্টাফ রিপোর্টার: জামালপুর জেলার বকশীগঞ্জ নিলক্ষিয়া ঐতিহ্যবাহী জমিদারবাড়ীর এর মেয়ে মেহেজাবিন বিনতে হাসিব অরিন এর দেশে করোনা পরিস্থিতির এ সময়কালীন নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
আজ সকাল হতে দিনব্যাপী নিলক্ষিয়া ইউনিয়নের গ্রামের প্রাপ্য উপযোগী মানুষের মাঝে জমিদারবাড়ির মেয়ে মেহেজাবিন বিনতে হাসিব অরিনের পক্ষে চাল,ডাল,আলু,পিয়াজ ও ভোজ্যতৈল নিয়ে ২০০ শতাধিক প্যাকেট;প্রাপ্যদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।
মেহেজাবিন বিনতে হাসিব অরিন একজন গৃহিনী হলেও বাবার উৎসাহ উদ্দীপনায় নিজের জমানো অর্থে এ ত্রাণ বিতরণ করা হয়।দেশের এ করোনার বিশেষ সতকতামুলক পরিস্থিতিতে নিম্নআয়ের ও দৈনিক ভিত্তিতে রোজগারকরা মানুষের জন্য কিছু করার উৎসাহ দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার শিক্ষিকা মা,এডভোকেট বাবা হাসিবুর রহমান নাজার।
উল্লেখ্য পরিবারসহ অরিন ঢাকায় বসবাস করলেও নিলক্ষিয়া এলাকার মানুষের খোঁাজ খবর রাখেন। এ বিষয়ে তিনি বলেন,আমার বাবা এডভোকেট হাসিবুর রহমান নাজার যেভাবে তার পিতার মত মানুষের সেবা করেছেন আমিও জমিদার বাড়ির মেয়ে হিসাবে সাধ্যমত পাশে থাকার চেষ্টা করছি। পারিবারিক ঐতিহ্য ধরে রেখে মানুষের উপকার করাই আমার একমাত্র লক্ষ্য এ জন্য আমি সবার দোয়া চাই।।
