সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে গাইবান্ধায় ৭০০ পিপিই বিতরণ

S M Ashraful Azom
সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে গাইবান্ধায় ৭০০ পিপিই বিতরণ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়েকটি বেসরকারি ক্লিনিকে ৭০০ পিপিই (পারসোনাল প্রোটেকশন ইক্যুয়িপমেন্ট) ও ৫ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ ৬ এপ্রিল সোমবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. আবদুল মতিন এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের পক্ষ থেকে এসব পিপিই ও মাস্ক দেয়া হয়। এসব পিপিই বা ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম তৈরি করেছে দেশের প্রথম সারির ফ্যাশন হাউজ ‘স্মার্টেক্স বাংলাদেশ’।

আগামীতে আরও এসব পিপিই ও মাস্ক বিতরণ করা হবে বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ, গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. মাহফুজার রহমান, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোকসেদুল হাসান সাজু প্রমুখ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top