
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনের দায়ে ছয়টি বালিবোঝাই ট্রাক আটক করেছে কাজিপুর থানা পুলিশ।
রবিবার রাতে আটককৃত গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, “দেশব্যাপী চলমান করোনা পরিস্থিতির মধ্যেও তারা অবৈধভাবে বালি পরিবহন করছিলো।”
পরে সার্জেন্ট আমির হোসেন বাদী হয়ে আটক গাড়িগুলোর নামে মামলা দিয়েছেন।
উল্লেখ্য কাজিপুরের মেঘাইসহ একাধিক পয়েন্টে নিয়ম নীতির তোয়াক্কা না করে বালি উত্তোলন করে আসছে একটি মহল। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে।
