কাজিপুরে চাল বিতরণে অনিয়ম: তিন ইউপি সদস্য আটক

S M Ashraful Azom
কাজিপুরে চাল বিতরণে অনিয়ম তিন ইউপি সদস্য আটক

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে দশ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগে তিন ইউপি সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো সোনামুখী ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন, ৬ নং ওয়ার্ডের আসাদুল ইসলাম এবং ৪.৫.ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য ছরভানু খাতুন।

 মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী গোপন সংবাদের ভিত্তিতে  হরিনাথপুর বাজারে চাল বিতরণ কেন্দ্রে হাজির হন। এসময় প্রকৃত কার্ডধারীদের বাদ দিয়ে অন্য লোকের মাধ্যমে চাল উত্তোলন, একই ভোটার আইডি কার্ড দিয়ে একাধিক ব্যক্তির নামে চাল উত্তোলনের বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদেরকে আটক করে নিয়ে যান।

 এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী  জানান, “ আটককৃতদেরকে প্রকৃত কার্ডধারীদের মাঝে চাল বিতরণ ও তাদের নিকটে থাকা কার্ড হস্তান্তর করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top