সেবা ডেস্ক: মহমারির আকার নেওয়া নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জামালপুর কে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার রাতে এ ঘোষণা দেন ডিসি মোহাম্মদ এনামুল হক।
ডিসি জানান, দুইজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ায় পুরো জামালপুর লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। এ সময় মানুষ ও যানবাহন চলাচল, দোকানপাট, জনসমাগম নিষেধ। তবে অ্যাম্বুলেন্স, ওষুধ, খাদ্যসামগ্রী, কাঁচামাল, গণমাধ্যমের গাড়ি এ নির্দেশনার বাইরে থাকবে।
জামালপুরের এসপি দেলোয়ার হোসেন জানান, লকডাউন নিশ্চিত করতে সরিষাবাড়ী, মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ, জামালপুর শহরের বানিয়া বাজার, শহরের বাইরে দিগপাইত বাজারের প্রবেশপথ বন্ধ করা হয়েছে। জনসমাগম ও গণপরিবহন বন্ধে পুলিশ সতর্ক রয়েছে।
মাদারগঞ্জে একজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ওই উপজেলার ৩০টি গ্রাম স্বেচ্ছায় লকডাউন করে দেয় গ্রামবাসী। এর আগে মেলান্দহে জেলার প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় জেলার সঙ্গে ওই উপজেলার সব ধরনের যোগাযোগ বন্ধ করা হয়।