
মাহবুবুর রহমান জিলানী, বিশেষ প্রতিনিধি: টঙ্গীর তিস্তার গেইট এলাকায় ডিস ব্যবসা দখল করতে গিয়ে প্রায় ৭ শতাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করলো এ আর এস নেটওয়ার্ক নামক একটি প্রতিষ্ঠান।
গত কয়েক সপ্তাহ যাবত টঙ্গীর তিস্তার গেইট এলাকার এ আর এস নেটওয়ার্কের মালিকানা দাবী করে মো: শাহীন শিকদার, মো: রাসেদ ও তাদের সহযোগীরা দখলের নামে এই হীন তৎপরতা চালায়। অথচ সরেজমিনে জানতে চাইলে তারা নিজেরাই এই সংযোগগুলোর মালিকানা দাবী করে।
এলাকাবাসী ও গ্রাহকরা জানায়, আমরা গত কয়েক বছর যাবত শান্তিপূর্ণভাবে ডিস লাইন ব্যবহার করে আসছি। দীর্ঘদিন যাবত স্থানীয় বাসিন্দা কাশেম, আজিজ ও মোশারফ এ ব্যবসা পরিচালনা করছেন এবং আমরা তাদের বিল পরিশোধ করে আসছি। কিন্তু গত ২/৩দিন যাবত আমাদের এলাকার শাহীন শিকদার ও রাশেদসহ বহিরাগত প্রায় সহস্রাধিক লোকজন সাথে নিয়ে জোরপূর্বক আমাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে শাহিন শিকদার বলেন, এই সংযোগগুলো এ আর এস নেটওয়ার্কের। আমরা কোন সংযোগ বিচ্ছিন্ন করিনি। কাশেম, রফিক, সাজ্জাত, আজিজ ও নজরুল আমাদেরকে ব্যবসার পার্টনার রাশেদকে এলোপাথারী ভাবে মারধর শুরু করে। আমি দীর্ঘদিন যাবত রূপান্তর কেবল নেটওয়ার্কের ফিডলাইন ভাড়া নিয়ে ব্যবহার করে আসছি।
এ ঘটনার ভুক্তভোগী ব্যবসায়ী কাশেম, আজিজ ও মোশারফ বলেন, আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: নূরুল ইসলাম নূরুর কাছ থেকে ফিডলাইন ভাড়া নিয়ে ব্যবসা করছি। স্থানীয় গ্রাহকদের কাছ থেকে জানতে চাইলে বুঝা যাবে শাহিন শিকদার, রাশেদ ও তার সহযোগীরা ব্যবসা দখল করার জন্য গ্রাহকদেরকে আমাদের দেওয়া ডিস সংযোগ বিচ্ছিন্ন করে তাদের ডিস লাইন সংযোগ দেওয়ার পায়তারা করছে।
কাউন্সিলর নূরুল ইসলাম নূরু বলেন, তিস্তার গেইট এলাকায় দীর্ঘদিন যাবত কাশেম, আজিজ ও মোশারফ আমার কাছ থেকে ভাড়ায় ফিড লাইন নিয়ে ব্যবসা করে আসছে। গত কয়েকদিন যাবত কে বা কাহারা তাদের ব্যবসা দখলে নেয়ার জন্য ভাড়াটে লোকজন এনে সকল সংযোগ বিচ্ছিন্ন করে তাদের ডিস লাইন ঢুকানোর চেষ্টা করছে।
এব্যাপারে জানতে চাইলে রূপান্তর কেবল নেটওয়ার্কের পরিচালক ছাত্তার মুঠোফোনে জানান, শাহীন শিকদার দীর্ঘদিন যাবত আমার কাছ থেকে ভাড়ায় ফিডলাইন নিয়ে ব্যবসা পরিচালনা করছে। তবে এ আর এস নেটওয়ার্ক নামে কোন প্রতিষ্ঠান সম্পর্কে আমার কোন ধারণা নেই। শাহীনের সাথে আমার কোন ব্যবসায়ীক চুক্তিপত্র করা হয়নি। শাহীন যদি এ আর এস নামক কোন প্রতিষ্ঠানের সাথে রূপান্তর কেবল নেটওয়ার্কের সংযোগ রয়েছে বলে জানায় তবে সেটা ভিতৃহীন।