জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের মোড়ে গত ১০এপ্রিল শুক্রবার বিকালে নিয়ন্ত্রন হারিয়ে মাটি ভর্তি একটি ট্রাক্টর পুকুরে পড়ে যায়।
এসময় গাড়ির মালিক নিজে ট্রাক্টর চালক কবির আহাম্মদ (৩৭) ট্রাক্টরের চাপা পড়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম জেলার রাজীবপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আজ ১১এপ্রিল সকালে সে চিকিৎসাধীন অবস্থা মারা যায়। এ বিষয়ে ডাংধরা ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ ঘটনার সত্যতা,নিশ্চিত হয়ে বলেন এইমাত্র জানতে পেরেছি সে আজ মারা গেছে।