লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে একটি বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর গ্রামের একটি বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। সরকারি চাল কালোবাজারে বিক্রির সাথে যুক্ত থাকার অভিযোগে এক নারীকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
পরে ওই বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ কেজি চাল জব্দ করা হয়। এসময় সরকারি চাল কালোবাজারে বিক্রির সাথে যুক্ত থাকায় জাহানারা নামে এক নারীকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।