
স্টাফ রিপোর্টার: মানুষ মানুষের জন্যে- এই প্রতিপাদ্যে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘরে থাকার কারণে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে দুইজন দানশীল ব্যক্তি।
রবিবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি শিকদার বাড়িতে এই মানবিক সহায়তা সামগ্রি বিতরণ করা হয়েছে। বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সার্জন ডা. শাহজাহান আলী ও রনি শিকদারের অর্থায়নে এই সহায়তায় দুইশ মানুষের মাঝে ডাল ও ডাল বিতরণ করা হয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী আসলাম ,সাবেক সাধারন সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, শহিদ শিকদার প্রমূখ।
