
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর ও ফকিরপাড়া গ্রাম থেকে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে র্যাব জামালপুর।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২০ এপ্রিল সোমবার বিকালে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর গ্রামের আনিছুর রহমান খুরুং ও একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মুন্নাফের বাড়িতে চাল মজুদ আছে খবরে র্যাব জামালপুর ও বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করলে, আনিছুর রহমান খুরুং এর ঘর থেকে ৮ বস্তা ও মুন্নাফের ঘর থেকে ৪ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এসময় কাউকে গ্রেফতার করা যায়নি।