বকশীগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্রিফিং

S M Ashraful Azom
বকশীগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্রিফিং

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার দুপুর ১ টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ব্রিফিং করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী।

তিনি ব্রিফিং এ জানান, বকশীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ১০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি ৯৯ জনের নমুনা নেগেটিভ এসেছে।

যে দুইজন আক্রান্ত হয়েছে তারা বতমানে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তবে তারা সুস্থ হওয়ার পথে রয়েছেন।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিটি ইউনিয়নের নারায়ণগঞ্জ ফেরতদের তালিকা করা হচ্ছে। এদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে।

তিনি বকশীগঞ্জ বাসীকে ঘরে থেকে করোনা যুদ্ধে সবাইকে অংশ নেওয়ার আহŸান জানান।

প্রেস ব্রিফিং এর সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ , সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক আফজাল শরীফ, সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী ও সাংবাদিক ফিরোজ আল মুজাহিদ উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক আশরাফুল হায়দার, এইচএম মুছা আলী, রাশেদুুল ইসলাম রনি উপস্থিত ছিলেন। 


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top