সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে শতাধিক দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
ইউনিয়নের মিতালী মিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আইয়ুব আলীর বড় মেয়ে তামান্না তাহমিনা তানজী নিজস্ব অর্থায়নে নিজ গ্রামের করোনা প্রভাবে কর্মহীন ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন। ১৭ এপ্রিল বিকালে তাদের নিজ বাড়িতে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আব্দুল মান্নান নান্নু।
ত্রাণ বিতরণের সময় তারা বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন, বাড়ির বাইরে বের হবেন না।