প্রাণ ঝুঁকি জেনেও মানুষের সেবায় নিয়োজিত এমপি রবি

S M Ashraful Azom
প্রাণ ঝুঁকি জেনেও মানুষের সেবায় নিয়োজিত এমপি রবি

সেবা ডেস্ক: সম্প্রতি  করেনা ভাইরাসের ভয়াল থাবায় অবরুদ্ধ   বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব। দিনের পর দিন যেন পাল্লা দিয়ে বিশ্বের সাথে বাংলাদেশেও বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। অনুরূপভাবে ঝরে যাচ্ছে  মানুষের প্রাণ ।

 তারপরেও থেমে নেই সাতক্ষীরা সদর -২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির  ছোটাছুটি । প্রাণের ঝুঁকি নিয়ে  দিন-রাত অসহায় গরীব দুঃখীর মাঝে  পৌছে দিচ্ছেন খাদ্য সহায়তা। প্রতিনিয়ত  চিকিৎসা ব্যবস্থাপনারও খোঁজ খবর নিচ্ছেন তিনি।

এতে একদিকে যেমন কর্মহীন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো খাদ্য সহায়তা পাচ্ছেন। তেমন অপরদিকে বাড়ছে এমপি মহোদয়ের  করোনায় আক্রান্তের ঝুঁকির মাত্রাও।
কারণ বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্য সহায়তা বিতরণকালে সামাজিক দূরুত্ব বজায় থাকছে না। ফলে শুভাকাঙ্খীরা তাকে নিয়ে শংকায় আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই তিনি অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন। অধিকাংশ  স্থানে নিজে উপস্থিত থেকে খাদ্য বন্টন কার্যক্রম তদারকি করছেন তিনি।

তবে এতে তিনি রয়েছেন চরম জীবন ঝুঁকিতে, এমনটাই জানিয়েছেন তার শুভাকাঙ্খীরা। 
এরমধ্যে কয়েকজন শুভাকাঙ্খী  বলেন, এমপি মহোদয়কে  নিয়ে বেশ দুঃশ্চিন্তায় আছেন তারা।
 যেভাবে তিনি সরেজমিনে গিয়ে খাদ্য সহায়তা করছেন, এটা অব্যাহত থাকলে করোনাভাইরাসের আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে তার। আর তিনি ক্ষতিগ্রস্থ হলে সাতক্ষীরার মানুষ নিরুপায় হয়ে পড়বে।
কিন্তু  এসব বিষয়ে আমলে নিতে নারাজ এমপি রবি।
 তার মতে, জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষের সেবা করা। এজন্য তার বসে থাকার সুযোগ নেই। সাধারণ মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে। তাদের চিন্তা মাথায় রেখেই তিনি সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া যারা জনপ্রতিনিধি, তারা যেকোন দূর্যোগ বা মহামারীতে ঘরে থাকতে পারে না । ছুটতে বাধ্য হয় মানুষের সেবায়। এক্ষেত্রে বয়স বিবেচ্য বিষয় নয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top