আবারও বাবা হচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান

S M Ashraful Azom
আবারও বাবা হচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান

সেবা ডেস্ক: পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের কারণে বর্তমানে পরিবারের সঙ্গে আমেরিকায় অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট দলের টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। করোনা ভাইরাসের ফলে চারদিকে শুধু দুঃসংবাদ। তবে এর মাঝেই এক খুশির খবর দিলেন সাকিব। ফের বাবা হতে চলেছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে মেয়ে আলাইনার একটি ছবি দিয়ে ক্যাপশনে সাকিব লিখেন, 'Big sisterhood' যেখানে দেখা যাচ্ছে বাচ্চাদের পোশাক হাতে চোখ বন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছেন সাকিব কন্যা আলাইনা।

যার ভাবার্থ দাঁড়ায় আলাইনা বড় বোন হতে যাচ্ছে।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সকল ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব। তবে অলস বসে না থেকে নানাপ্রকার সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি।

এর আগে করোনাভাইরাস মোকাবিলায় নিজের ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ থেকে বড় অংকের অর্থ সাহায্য করেছেন এই অলরাউন্ডার। নতুন এই সুসংবাদ তার ভক্তদের জন্য আনন্দের উপলক্ষ নিয়ে এসেছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top