হারুন-অর-রশিদ, বিশেষ প্রতিনিধি: জামালপুর পুরো জেলাকে লকডাউন ঘোষণার পর পরই দেওয়ানগঞ্জ উপজেলায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
৮ এপ্রিল বুধবার জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্য প্রয়োজনের দোকান খোলার অনুমতি প্রদান করেন।
এ আদেশ অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বাজার গুলোতে কিছু দোকান পাট ও লোক সমাগম দেখা গেলে শুরু হয় পুলিশের টহল।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেলের রাকিবুল হাসান রাসেল,দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এম ময়নুল ইসলামসহ সকল পুলিশ সদস্য'গণ টহলে অংশ গ্রহণ করেন। এবং দোকান পাট বন্ধ করে দেওয়া দেন।
মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্টের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস (covid 19) এর লক্ষণ পাওয়া গেলে এ ঘোষনা দেয়া হয়। লকডাউন প্রসঙ্গে জামালপুর জেলা প্রশাসক এনামুল হক জানান, জামালপুর পুরো জেলা লক ডাউন ঘোষনা করা হয়েছে।
লকডাউনের বাইরে থাকবে চিকিৎসায় দায়িত্বরত গাড়ী, এম্বুল্যান্স, ঔষুধ সরবারহের গাড়ী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের গাড়ী, কাঁচামালের গাড়ী ও মিডিয়াকর্মীদের গাড়ী।
গত সোমবার মেলান্দহ উপজেলার ঘোসের পাড়া ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত হয় আরেক জন। খবর লেখা পর্যন্ত জামালপুর জেলায় করোনা রোগীর সংখ্যা দুই জন।