করোনা রোধে আজ থেকে কঠোর অবস্থান নিচ্ছে সেনাবাহিনী

S M Ashraful Azom
করোনা রোধে আজ থেকে কঠোর অবস্থান নিচ্ছে সেনাবাহিনী

সেবা ডেস্ক: বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের কারণে চলমান সংকটের মধ্যে সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আজ থেকে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান ডেইলি বাংলাদেশকে জানান, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে মাঠে নামার পর থেকেই কাজ করছে সেনাবাহিনী। তবে বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাবে।

এর আগে গত ২৪ মার্চ আইএসপিআরের পক্ষ থেকে দেশের সব জেলায় সেনাবাহিনী পাঠানোর কথা জানানো হয়। এরপর থেকে এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সব বিভাগ ও জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তায় প্রয়োজনীয় সমন্বয় করছে সেনাবাহিনী।

সারাদেশে স্থানীয় প্রশাসনকে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top