সেবা ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে শ্বশুরবাড়িতে এসে বিনা প্রয়োজনে ঘোরাফেরা করার দায়ে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার শ্বশুর বাসাইল পৌরসভার পশ্চিমপাড়ার আলম মিয়ার বাড়িটি লকডাউন করা হয়েছে।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ জরিমানা করেন।
জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল) নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি তার কর্মস্থল ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে তার শ্বশুর আলম মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে পরদিনই নাহিদ তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঘুনাইপাড়ায় এবং কর্মস্থল ঢাকায় যাতায়াত করে।
স্থানীয়রা তাকে বাধা দিলে তাদের সাথে বাকবিতককন্ডায় জড়িয়ে পড়েন নাহিদ। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী বলেন, ‘ওই ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছিলেন। এজন্য তাকে জরিমানা ও তার শ্বশুড়বাড়ি লকডাউন করা হয়েছে।’