টঙ্গী পশ্চিম থানার সকল কাঁচা বাজার সরকারি কলেজ মাঠে স্থানান্তর

S M Ashraful Azom
টঙ্গী পশ্চিম থানার সকল কাঁচা বাজার সরকারি কলেজ মাঠে স্থানান্তর

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী, গাজীপুর: গাজীপুর টঙ্গী পশ্চিম থানার সকল কাঁচা বাজার অনিদিষ্ট কালের জন্য স্থানান্তর করা হয়েছে। মহামারি করোনা ভাইরাস থেকে গাজীপুর,টঙ্গী এলাকায় বিভিন্ন ভাবে সাধারণ জনগণকে  সচেতনতা করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এলাকার বিভিন্ন কাঁচা বাজারে প্রচুর লোক সমাগম ঘটে। দূরত্ব বজায় রাখতে প্রশাসনের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। দূরত্ব বজায় না রাখার কারণে এলাকার জনগণের ঝুঁকির সম্ভবনা রয়েছে।

এ কারণে এলাকার জনগণের কথা চিন্তা করে, দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার গুলো স্থানান্তর করা হয়েছে

গাজীপুর মেট্রোপলিটন  পুলিশ কমিশনার  মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), জিএমপি, তার  নিদের্শনায় সামাজিক দূরত্ব বজায়  রাখতে  টঙ্গী সরকারি কলেজ ও সফিউদ্দিন সরকার একাডেমি ও কলেজ মাঠে  কাচাঁমালের বাজার বসানো হয়েছে। প্রতিদিন সকাল ০৬ঃ০০ টা থেকে দুপুর  ০২ঃ০০ রা  পর্যন্ত এখানে কেনাকাটা চলবে।
সেই সাথে অবশ্য সচেতন নাগরিক হিসেবে সচেতন হয়ে বাজার সামগ্রী ক্রয় ও বিক্রির করার জন্য সবাই অনুরোধ করা হয়।

এ সময় অবস্হিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিল নাসির উদ্দীন মোল্লা, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top