
শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। রবিবার দিনব্যাপী রৌমারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী থানার ওসি আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম, তদন্ত ওসি মোন্তাছের বিল্লাহসহ আরোও অনেকেই। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলার রৌমারী বাজার, কর্তিমারী বাজার, সায়দাবাদ, বড়াইকান্দী, দাঁতভাঙ্গা বাজার।
এবিষয় রৌমারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর দন্ডবিধি১৮৮ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসন আরোও কঠোর অবস্থানে যাবে। বর্তমানে করোনাভাইরাস বিস্তাররোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।