সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় আসাদুজ্জামান ক্যাবল নেটওয়ার্কের উদ্যোগে ১৫০ টি পরিবারের মাঝে কাঁচা সবজি সামগ্রী বিতরণ করা হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে বকশীগঞ্জ গরুহাটি এলাকার ঈদগাহ মাঠে আজ শুক্রবার এসব কাঁচা সবজি সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবদুর রহিম, উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, বকশীগঞ্জ বাজার আসাদুজ্জামান ক্যাবল নেটওয়ার্কের পরিচালক ইলিয়াছ মিয়া, সমন্বয়কারী জোবাইদুল ইসলাম শামীম, ছাত্রলীগের কর্মী সাইদুর রহমান লাল, ইউসুফ, রাসেল মিয়া, নয়ন মিয়া উপস্থিত ছিলেন।