শেরপুর সীমান্তে ২০০০ পরিবার পেলো বিজিবি’র খাদ্য সহায়তা

S M Ashraful Azom
শেরপুর সীমান্তে ২০০০ পরিবার পেলো বিজিবি’র খাদ্য সহায়তা

রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে শেরপুর সীমান্তে কর্মহীন-হতদরিদ্র ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাল-ডাল, আটা, লবন খাদ্যসামগ্রী পেয়ে খুশী সীমান্তে বসবাসকারী কর্মহীন-হতদরিদ্র মানুষরা।

২৩ মে শনিবার বিকেলে বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের নালিতাবাড়ীর হাতিপাগার ও রামচন্দ্রকুড়া বিওপির আওতায় নাকুগাঁও স্থলবন্দর এবং স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে খাদ্য সহায়তা বিতরণ উদ্বোধন করেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনিসুর রহমান।

এসময় বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদ মাহমুদ, সহকারি পরিচালক ইউনুছ আলী সহ স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিলেন।

বিজিবি কর্মকর্তারা জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে সরবরাহকৃত এসব খাদ্য সহায়তা বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের আওতাধীন শেরপুর সহ সীমান্ত এলাকায় বিভিন্ন বিজিবি ক্যাম্পের মাধ্যমে প্রদান করা হয়।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top