টাঙ্গাইলে র‌্যাব-১২ এর অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ একজন আটক

S M Ashraful Azom
টাঙ্গাইলে র‌্যাব-১২ এর অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ একজন আটক

সেবা ডেস্ক: টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকা থেকে ৫৩ কেজি গাঁজাসহ সুজন (২৮) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১২। রবিবার বিকেলে র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঢাকা থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাগামী একটি পিকআপ আটক করে মাদক ব্যবসায়ী সুজন (২৮) কে আটক করা হয়। সুজন চট্টগ্রাম জেলার পূর্ব কুলগাঁও এলাকার ইসলাম কলোনীর মো. সহিদের ছেলে।

পরে তার দেওয়া তথ্য অনুয়ায়ী পিকআপে থাকা একটি আসবাবপত্রের মধ্য থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় তার কাছে থাকা মোবাইল, নগদ টাকা ও মাদক দ্রব্য পরিবহন করায় পিকআপ জব্দ করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top