ইসলামপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

S M Ashraful Azom
ইসলামপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনার দূর্গমচরের জালাল খন্দকার হত্যা  মামলার দুই আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সার্কেলের এএসপির নেতৃত্বে অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল আমুনের তত্বাবধানে এসআই জসিম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স সোমবার দুপুরে যমুনার দূর্গম চরাঞ্চল অভিযান চালিয়ে তাদের আটক করে।  আটককৃতরা হলেন- জালাল হত্যা মামলাল আসামী বেলগাছা ইউনিয়নের বরুল গ্রামের হুসেন মাহাদীর পুত্র লাল মিয়া(৩৫) ও আঃ কাদেরের পুত্র মিন্টু মেম্বার(৪৫)।

জানাগেছে, গত ২৪এপ্রিল কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের রহিম মেম্বার লোকজন নিয়ে পাশ্ববর্তী বেলগাছা ইউনিয়নের উত্তর বরুল গ্রামের খাস জমি দখল করতে যায়।

এসময় ওই গ্রামের মিন্টু মেম্বার ও সুজন এবং তাদের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে রহিম মেম্বারের লোকজনের লাঠির আঘাতে বেলাল হোসেন (৩০) নামে একজন মৃত্যু হয় এবং প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রের গুলিতে জালাল খন্দকার (৩২)।

গুরুতর আহত জালাল খন্দকারকে ইসলামপুর উপজেলা হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়। ২৬ এপ্রিল রাতে গুলিবিদ্ধ জালাল খন্দকারের স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে সুজনকে প্রধান আসামি করে আরও ১৪ জনের নামে মামলা দায়ের করেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top