
স্টাফ রিপোর্টার: ‘মানুষের জন্যে মানুষ’ এই শিরোণামে কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি নাজমুল হুদা চয়ন ও তার ভাই প্রকৌশলী আবু সাইদ করোনায় ঘরে থাকা দরিদ্র মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন।
রবিবার দুপুরে নিজ বাড়িতে একশ টি দরিদ্র পরিবারকে চাল, ডাল, আলু, তেল, সেমাই, চিনি ও সাবান দেয়া হয়। বিতরণ কাজের উদ্বোধন করে কাজিপুরের সাবেক এমপি তানভীর শাকিল জয়। এসময় তিনি জয় বলেন, ‘ চয়ন ও সাইদ দুই ভাই আমাদের নির্দেশ মেনে দরিদ্রদের সহায়তা দিচ্ছেন। এজন্যে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন প্রমূখ।