
সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন দেশের আরো ২৩ পুলিশ সদস্য। সুস্থ হওয়া পুলিশ সদস্যরা মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন।
এদিন করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে বিদায় জানান রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে এ হাসপাতালে ভর্তি হন।
সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী, ২৩ পুলিশ সদস্যের পরপর দুইবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া পুলিশ সদস্যরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বক্ষণিক তত্ত্বাবধানের ফলে তারা সুস্থ হয়ে উঠেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে 'বিশেষ টিম'।
এদিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।