
শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতা: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি (গভঃরেজি-এস ৫৯৬০) বাঁশখালী উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে প্রথমদিন গত শুক্রবার (৮মে) চট্টগ্রাম দক্ষিণ জেলার গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ডা. মনির উদ্দিন চৌধুরী বাঁশখালী উপজেলার পল্লী ডাক্তারদের মাঝে মহামারি করোনায় স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই বিতরণ করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গ্রাম ডাক্তাররা যে অবদান রেখেছিল অনুরুপ বর্তমানে ভয়াবহ মহামারি করোনা যুদ্ধে সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রামের অসহায় মানুষকে সচেতনতার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার আহ্বান করেন সংগঠনের সভাপতি মনির উদ্দিন চৌধুরী। পাশাপাশি সরকারের প্রশাসনিক সহযোগীতা ও গ্রাম বাংলার ৭০ শতাংশ মানুষের প্রাথমিক চিকিৎসাদানকারী অসহায় পল্লী চিকিৎসকদের প্রতি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন।
পিপিই বিতরণের সময় গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির চট্টগ্রাম উত্তরের সভাপতি ডা. আলি আকবর, সিনিয়র সহসভাপতি ডা. আমিনুল ইসলাম (আমিন), সাংগঠনিক সম্পাদক ডা. রমিজ উদ্দিন, অর্থ সম্পাদক ডা. আলি হায়দার, চট্টগ্রাম দক্ষিণের সাধারণ সম্পাদক ডা. আবু সৈয়্যদ, সাংগঠনিক সম্পাদক ডা.এস.এম. রাসেল, ডা. বাবলা, ডা. মাহাবুব এলাহী প্রমূখ।
উল্লেখ্য, গত শুক্রবার প্রথমবারের মতো বাঁশখালী'র ৫০ জন গ্রাম ডাক্তারদের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় পিপিই বিতরণ করেন। দ্বিতীয় বারের মতো আজ শনিবার ৩০টি পিপিই বিতরণ সম্পন্ন করেন।