
সেবা ডেস্ক: প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত ও নিরাপদে থাকার লক্ষ্যে টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের ব্যক্তিগত উদ্যোগে দিনমজুর ও খেঁটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে কষ্টে জীবন যাপন করছে।
এই দুঃসময়ে কর্মহীন মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাড়িয়েছেন জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন।
জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে ৩০০ শতাধিক শ্রমিক দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক মো. চান মিয়াসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।